ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০
তালাশ ডেস্ক্॥ বরিশালে নতুন করে আরও ৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭ জনে।
বুধবার জেলাটিতে ৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১৭৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার দিবাগত রাত ১২টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত আরও ৬০ জনের মধ্যে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচজন, আরআরএফের দু’জন, জেলা পুলিশের একজন ও র্যাব-৮ এর চার সদস্য। বাকি আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল শের-ই-বাংলা
মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ছয়জন নার্স ও চারজন স্টাফ ও একজন মেডিকেল টেকনোলজিস্ট। এছাড়া বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন ব্যক্তি রয়েছেন।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৬০ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।
Design and developed by Engineer BD Network