Uncategorized

বরিশালে বিআইডব্লিউটিএ’র শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক

  প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৫:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

বরিশালে বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে শ্রমিক, কু‌লি মজুর, হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে বরিশালের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ, বরিশাল নদী বন্দরের দুস্থ ও অসহায় কর্মহীন খেটে-খাওয়া ১ হাজার শ্রমিক, লেবার, কলম্যান, কু‌লি মজুর, হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
আজ ৩১ মে সোমবার সকাল ১০ টায় নদী বন্দর ভবনের নিচে একহাজার কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় প্রত্যেক কে ত্রাণ সামগ্রীর হিসেবে চাল, ডাল, আলু, লবন, তেল ইত্যাদি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু সহ আরও অনেক উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সবাই মিলে কাজ করছি। সরকারের পাশাপাশি সবাই মিলে এগিয়ে আসলে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাড়াতে পারবো। সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

আরও খবর

Sponsered content