ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
বরিশাল অফিস :-
বরিশালে বিদুৎ অফিসের খামখেয়ালী ও দায়িত্বহীনতায় যেকোন সময় প্রান চলে যেতে পারে প্রায় শতাদিক মুসল্লির। অভিযোগ সূত্রে জানাযায় বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমেটেড (ওজপাডিকো)–০২ কাশীপুর অফিসের পাশে ১৯৮৮ সালে এলাকাবাসী ও সাধারন পথচারীদের নামাজ আদায় করার কথা হিসাব করে নির্মান করা হয় বাইতুন নুর জামে মসজিদ। তবে গত প্রায় ১৫ বছর যাবৎ এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মুসল্লিদের মাঝে একটি আতংক বিরাজ করছে। এই মসজিদের মুসল্লিদের দাবী বিদুৎ অফিসের ১১হাজার বোল্টের তার মসজিদের জানালা, দেয়াল ও ছাদ ছুইয়ে যাওয়ার ফলে এখানে প্রায় সময় ফায়ার করে। শুধু তাই নয়, ১১হাজার বোল্টের তারের ৪টি খুটিও মসজিদের কোল ঘেসে। ইতিমধ্যে বেশ কয়েকবার ফায়ার করার কারনে ছোট-বগ দূর্ঘটনার ও শিকার হন মুসল্লিরা। মুসল্লিরা আরো জানিয়েছেন মসজিদের ছাদে মাইক সাড়াতে গেলেও ভয়াবহ ঝুকির মধ্যে থাকতে হয়। আমার অনেক সময় দূর্ঘটনা এড়াতে মসজিদ ছেরে বাহিরে বৃস্টিতে বিজেও নামাজ পরি। মসজিদের মোতয়ল্লি বীর মুক্তিযোদ্বা মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সি জানান- বিদুৎয়ে এই খুটিগুলোকে মসজিদ থেকে একটু দুরে সড়ানোর জন্য আমরা বেশ কয়েকবার পাশের এই ওজোপাডিকোর কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে বেশ কয়েকবার জানালেও তারা কোন কর্নপাত করেনি। বিষয়টি নিয়ে ফিডার ইনচার্জ মো: মোমিনুল ইসলাম’য়ের সাথে কথা বলার জন্য একাদিকবার কথা বলার জন্য ফোন করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি। সাধারন মুসল্লিরা জানান- আমরা মুসল্লিরা শেষ ভরসা হিসেবে বিষয়টি নিয়ে বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।
Design and developed by Engineer BD Network