Uncategorized

বরিশালে বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ অনুষ্ঠিত

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০১৯ , ২:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ

বরিশাল অফিস :-

আজকের শিশু আনবে আলো বিশ্বটাকে রাখবে ভালো এই স্লোগান নিয়ে আজ ৯ অক্টোবর বুধবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বরিশালের সহযোগিতায়। বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান, শিশু সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল, সাংবাদিক ও সাংস্কৃতিজন এস এম ইকবাল, ইউনিসেফের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বরিশাল কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলাল, সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিনিধি, ইশরাত জাহান শাম্মিসহ এনসিটিএফ বরিশালের সদস্যরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সকল অতিথিদের অংশগ্রহণে এক আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content