বরিশালে মুক্তিযুদ্ধ মঞ্চ’র কমিটি গঠন : সভাপতি শুভ -সম্পাদক হাবিব

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

বরিশাল অফিস :-
মুক্তিযুদ্ধ মঞ্চ বরিশাল সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন চরআবদানী, ৬নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা পরিবারের নাতি আবু তাহের শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রনেতা মোঃ আহসান হাবিব শুভ মনোনীত হয়েছেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক/মুখপাত্র অধ্যাপক ড.আ ক ম জামাল উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল সদর উপজেলা শাখা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

বরিশাল সদর উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ আবু তাহের শুভ বলেন , জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

এ সংক্রান্ত আরও সংবাদ