ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এঁর নির্দেশনায় আজ ২৫/০৪/২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় বরিশাল নগরীর বাজার রোড ও চকবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ও বাজার মনিটরিং কর্মকর্তা,বরিশাল এর সহযোগিতায় ,সামাজিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা । অভিযানে বিজয় স্টোর ও আলমগীর স্টোর ( নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী) কে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে দ্রব্য বিক্রয়ের অপরাধে ২০০০ ও ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অমীত সাহা নামে এক ব্যক্তি প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ২০০০ টাকা জরিমানা করা হয়। পলাশ নামে এক ব্যক্তি কে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চলমান করোনাভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান যে, জনস্বার্থে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যহত থাকবে।
Design and developed by Engineer BD Network