বরিশালে প্রধানমন্ত্রীর সহায়তা পেলো আম্পানে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

বরিশালে প্রধানমন্ত্রীর সহায়তা পেলো আম্পানে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার

বরিশাল:

প্রতিবন্ধী এবং ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করেছে বরিশালের জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসব সহায়তা ‍প্রদান করা হয়।

এসব পরিবারকে ১৫৫ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬৫ হাজার টাকা অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বরিশালের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশাসন কুমার রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজসেবার প্রবেশন অফিসার বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল সদর উপজেলার পিআইও মো. কামরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ