ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
তালাশ ডেস্ক ॥ বরিশালে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা ২৩ মিনিটে বরিশাল থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যায়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সূর্যগ্রহণ দেখার ক্যাম্পের আয়োজন করে।
আয়োজকরা জানান, সূর্যগ্রহণ নিয়ে সমাজে নানা কু-সংস্কার রয়েছে। এসব কু-সংস্কার দূর করে বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও তারা এই কর্মসূচির আয়োজন করেন। তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় ছোট কলেবরে এই আয়োজন করেন তারা।
Design and developed by Engineer BD Network