ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
বরিশাল অফিস :-
গত ১৩ই জুলাই বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড ফিসাড়ি রোড এলাকায় রাতের আধারে লেভেল পরিবর্তন করেন ভেজাল ও মেয়াদ উত্তিন্ন জুস এবং শিশু খাদ্য বিক্রি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর মূল হোতা (মৃত নূরুল ইসলাম ফকিরের ছেলে) ফারুক হোসেন ফকিরের বাড়ির প্লান (হোল্ডিং নাম্বার -১৪০৪) নিয়েও রয়েছে ভয়াবহ কারচুপির অভিযোগ। সূত্র অনুযায়ী জানাযায় ২৮ নং ওয়ার্ড ফিসাড়ি রোড এলাকায় দৃর্ঘদিন যাবৎ মানুষ ঠকানোর এই কারিগরের এই বাড়িটিও সম্পূন্য প্লান বহিভুত।
সূত্রে জানায় চলতি বছরের ১০ জুলাই ফারুক হোসেন ফকিরকে বিনা প্লানে বাড়ি নির্মান করার কারনে বরিশাল সিটি কর্পোরেশন থেকে একটি নোটিশ দেন। যাতে দেখা যায় ফারুক হোসেন সিটিকর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৪) ধারা, (৫ম তফসিল) ও ইমারত নির্মান আইন ১৯৫২ এর ৩(খ) ধারা মোতাবেক অপরাধ মূলক কাজ। এবং সে সময় ৭ দিনের মধ্যে প্লান গ্রহন সহ প্লান মোতাবেক বাড়ির কাজ করার নির্দেশ দিলেও তিনি বিসিসির সেই নিয়মকে বৃদ্বাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যায়। পরবর্তীতে প্লান বহির্ভূত বাভে বাড়ি নির্মান করার অপরাদে বরিশাল সিটিকর্পোরেশন তাকে পূনরায় সেই বাড়ির একটি অংশ নিজ ইচ্ছায় ভেঙ্গে ফেলার জন্য চলতি বছরের ৯ জুলাই তাকে পূনরায় করা নোটিশ দিলেও তিনি তা না মেনে বীরদর্পে বসবাস করে যাচ্ছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত ফারুক হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নিজের ভুল স্বিকার করেন। উপরোক্ত বিষয়টি নিয়ে বরিশাল সিটিকর্পোরেশন দ্রুত নজর দিবে এমনটাই মনে করছেন নগরবাসী।
Design and developed by Engineer BD Network