ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯
বরিশাল অফিস :-
বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধক্ষের উপর সন্ত্রাসী কতৃক হামলার ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে একদল সন্ত্রাসী তার উপর হামলা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে গতকাল কোতায়ালী মডেল থানায় কলেজের নিন্মমান সহকারী -কাম- কম্পিউটার অপারেটর মো: আউয়াল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায় – গতকাল বেলা ১১টার সময় স্থানীয় সন্ত্রাসী নগরীর ভাটিখানা এলাকার আলাউদ্দিন খানের ছেলে মিজানুর রহমান রুবেল (৩০), মুলাদী উপজেলার স্বপন বালার ছেলে- সৌরভ বালা (২৩), ও নলছিটি উপজেলার মৃত আইউব আলী খানের ছেলে ইয়াসিন হোসেন জুয়েল সহ আরো বেশ কয়েকজন কলেজের মধ্যে প্রবেশ করে অশ্লির ভাষায় গালাগালি করে। পরে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হলে তাদের সাথেও অশ্লিল ভাষায় গালাগালি করা হয়। পরবর্তিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বাহির বের হলে তার সাথেও খারাপ ব্যাবহার করা হয়। এবং সে সময় সন্ত্রাসীরা অধ্যক্ষকে উপর্যোপরী হামলা শুরু করে। এবং তার পকটে থাকা নগদ ৬ হাজার ১০০ টাকা নিয়ে যায়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সহোযগিতায় অধ্যক্ষকে উদ্বার করে বরিশাল শেবাচিম নিয়ে আসে। এ ঘটনায় শুষ্ঠ বিচার চেয়েছেন কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল।
Design and developed by Engineer BD Network