ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩
তালাশ প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের বলাকা ব্রিকফিল্ডের মাটির স্তূপে চাপা পড়ে আলমগীর হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত আলমগীর হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চাঁদনীমুখা গ্রামের কাউস গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আবু ইসহাক জানান, শুক্রবার সকাল থেকে স্তূপ থেকে মাটি কেটে অন্যত্র নেয়ার কাজ করছিলেন তারা। হঠাৎ মাটির স্তূপ ধসে আলমগীরের শরীরের ওপর পড়ে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণ করেন চিকিৎসক। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ।
ওই ইটভাটার মালিক খবির মীরা জানান, ভাটায় কাজ করতে গিয়ে অসাবধানতবশত দুর্ঘটনায় আলমগীরের মৃত্যু হয়েছে। মরদেহ দাফন করতে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন তিনি। বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
Developed by Engineer BD Network