ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২১
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় বর্ণমালা কিন্ডারগার্টেন খোলা রেখে শিক্ষার্থীদের পরিক্ষা নেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ) ,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এর পরিচালিত ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে সিলগালা করে এবং কিন্ডারগার্টেনের পরিচালক অপু চন্দ্র দাসের কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ) মো. মিজানুর রহমান বলেন, বর্ণমালা কিন্ডারগার্টেন করোনাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত এক সপ্তাহ ধরে ৩টি ক্লাশ রুমে প্রায় দুইশত কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহন করছিলো।
সেখানে প্রায় ৫০জন অভিভাবক উপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরে শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Developed by Engineer BD Network