ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
খাঁজা নজরুল ইসলাম ॥
অপ্রয়োজনে ঘরে বাইরে বের না হতে বিএমপি কমিশনারের নির্দেশনায় ইতিমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় তদারকি করছেন প্রশাসন। নগরীর পোর্ট রোড, সদর রোড, জিলা স্কুল মোড়, নতুন বাজার, চক বাজার, কাটপট্টি সহ উল্লেখযোগ্য স্থানে চেকপোষ্ট ও টহল অব্যাহত রেখেছেন মেট্্েরা আওতাধীন থানা পুলিশ।
উল্লেখ্য, সামাজিক দুরত্ব নিশ্চিত ও করেনার সংক্রমণ এড়াতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হলে গ্রেফতার সহ নেয়া হবে কঠিন আইনি ব্যবস্থা। পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার বলেছেন- এখন থেকেই শক্ত অবস্থানে বিএমপি। করোনা প্রতিরোধে ইতিমধ্যে বিএমপি কর্তৃক সচেতনতা মূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে, অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধ সহ সরকারী সকল নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকান সমূহ খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ঔষধ তথা মেডিকেল সার্ভিস সমূহ ব্যতিত সকল দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে।
পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো’র মধ্যে বন্ধ করতে হবে। অপ্রয়োজনে কাউকে ঘরের বাহির পাওয়া চলবে না। এ নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যের সাথে আলাপকালে তারা জানান-
করোনা বিস্তার ঠেকাতে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ সব সময় কঠোর অবস্থানের আছি। প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাইরে বের হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা এমন আমাদের অভিযান অব্যাহত রাখবো। এসময় তারা জনগনকে করোনা প্রতিরোধে আরো সচেতন ও নির্দেশানা মেনে চলার আহ্বান জানান।
Design and developed by Engineer BD Network