বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৮টায় রাজধানীর মোস্তোপা প্লাজায় একটি অভিজাত হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কে এইচ আল আমিনের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক আকমল হোসেন এবং টেম্পানিজ সিটির সভাপতি শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, (ভিডিও কলে) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগির হোসেন, সিঙ্গাপুর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, শওকত হোসেন, ফজলুল হক, সোহেল রানা মিঠু, মিরাজ উদ্দীন, রাসেল চৌধুরী, মোকলেসুর রহমান মুক্তি, মোক্তার হোসেন, আরিফ হোসেন, জেপি তালাস, রেজাউল করিম, উজ্জল, আব্দুল্লাহ আপন, মানিক হোসেন, মালেক পাশা, মোতাহারসহ সিঙ্গাপুর যুবলীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের প্রাপ্ত সম্মান দেয়া জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ