ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
বরিশালের বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ ও প্রবীন আওয়ামী লীগ নেতা, গন সঙ্গীত শিল্পী আক্কাস হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গতকাল রবিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আক্কাস হোসেনকে দেখতে যান মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি আক্কাস হোসেনের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং হাসপাতালে উপস্থিত ছেলেদের সাথে কথা বলে পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। খোঁজখবর শেষে মেডিকেলের পরিচালকসহ অন্যান্য চিকিৎসকদের আক্কাস হোসেনের সুচিকিৎসার্থে যা যা করনীয় তার ব্যাবস্থা করার নির্দেশ প্রদান করেন মেয়র। প্রয়োজনে তাঁকে ঢাকায় পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ এক্ষেত্রে সবধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
Design and developed by Engineer BD Network