ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
টি এম তুহিন বিশেষ প্রতিবেদক ॥
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
আমরা মিডিয়া কর্মীরা এমন মানুষকেই খুজে ফিরি যারা নিরবে নিভৃতে অসহায় দুস্থ্য মানুষের জন্য কাজ করে থাকেন। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মানবতার সারথী। যারা কখনই কোন প্রকার বাহবা নেয়া বা লোক দেখানো প্রচার করে ব্যস্ত হয়ে পড়েন না নিজেকে সমাজপতি পরিচিত করাতে ।
আমাদের দেশে এমন অনেই আছে যারা আত্মমানবতার সেবায় মানবিক কাজ করে আসছেন। সুখে-দুঃখে সামজের নানার স্তরের নিপিড়িত, অসহায় মানুষের পাশে দাড়ানোর দীপ্ত মনোবল যাদের মুলমন্ত্র। তেমনই একজন মানবতার সারথী বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের মোক্তার হোসেন শিকদার। পেশায় একজন ব্যবসায়ী। সু-পরিচিত চানাচুর কোম্পানী “আবার খাবো” এর স্বত্বাধীকারী।
যিনি তার এলাকার অসহায় দুস্থ বিধবা, বয়বৃদ্ধ প্রায় ৪ শতাধিক মানুষকে বছরের পর বছর কর্ম দিয়ে ও অর্থনৈতিক সহযোগিতা করে আসছেন। লেখাপড়ার খরচ, শিক্ষা উপকরন, কন্যা দায়গ্রস্থ পিতার মেয়ের বিয়ে দেয়া এছাড়া এলাকার জনসাধারণের দূর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে আসছেন তার ব্যবসার একটি লভ্যাংশ থেকে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই সংকটপূর্ণ মূহুর্তে এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে।
করোনা আতংকে সারা দেশ আজ অবরুদ্ধ। যার ফলে তার কল কারখানা বন্ধ থাকায় কর্মরত শ্রমিকদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কারখানা বন্ধ থাকায় বেকার হয়ে আছেন কর্মরত সকল খেটে খাওয়া শ্রমিক।
অসহায় ও এমন সংকট মূহুর্তে তার কারখানার শ্রমিক ছাড়াও এলাকার মধ্যবিত্ত নিম্নবিত্ত গরীব অসহায় মানুষদের গোপনে খাদ্য সহায়তা ও অর্থ সহযোগিতা করছেন। যার বিনিময়ে প্রতিনিয়ত দেখছেন মানুষের মুখে তৃপ্তির হাসি।
Design and developed by Engineer BD Network