ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
বিনোদন ডেস্ক ॥
ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতারণার জাল বুনছে এক দল কুচক্রী। এমন দাবি করেছেন প্রয়াত এ সুপারস্টারের স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান।
আগামী ১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। এদিন পান্না চৌধুরী নামে এক ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
ওই ব্যক্তি প্রচার করেছেন, এ আয়োজনে নাকি নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান উপস্থিত থাকবেন।
যদিও মান্নার স্ত্রী এবং অমিত হাসানের কেউ এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি এই মান্নাভক্ত পান্না চৌধুরীকেও তারা চেনেন না।
নায়ক মান্নার নাম ভাঙিয়ে একটি চক্র প্রতারণা করছে বলে অভিযোগ তুলেছেন অভিনেতার স্ত্রী শেলী মান্না ও অভিনেতা অমিত হাসান।
এ বিষয়ে মান্নার স্ত্রী শেলী বলেন, ‘আমি এই ব্যক্তিকে চিনি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এমনকি মান্না ফাউন্ডেশনের সদস্যও নই আমি । শুনেছি সে নিজেকে মান্নাভক্ত বলে দাবী করছে। আর মান্নার নাম ভাঙিয়ে তার ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ করছে। আমি সবাইকে এ বিষয়ে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। মান্নাভক্তরা কারও কথায় প্রভাবিত হবেন না। মান্না সম্পর্কিত যে কোনো কার্যক্রমের আপডেট একমাত্র আমার পরিচালনাধীন কৃতাঞ্জলি চলচ্চিত্রের ফেসবুক পেজ ‘কৃতাঞ্জলি’ ও ফেসবুক গ্রুপ ‘মান্না অফিশিয়াল’ থেকে পাওয়া যাবে। এর বাইরে আর কোনো তথ্য বিশ্বাস করবেন না। এতে প্রতারিত হবে নিশ্চিত।’
চিত্রনায়ক অমিত হাসান বলেছেন, ‘কে এই পান্না! তাকে আমি চিনিই না। আমার নাম সে ব্যবহার করেছে। বেশ কয়েকজনের মুখে খবরটি শুনে অনেকটা আতঙ্কিত হয়েই শেলী ভাবিকে বিষয়টি অবহিত করেছি। তিনিও তাকে চেনেন না। আমি ওই ব্যক্তিকে সতর্ক করছি এসব প্রতারণা থেকে সরে দাঁড়ান।’
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি পান্না চৌধুরী একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘১৭ ফেব্রুয়ারি ২০২১ মান্না ভাইয়ের ১৩তম প্রয়াণ দিবস। মান্না ভাইয়ের মৃত্যুর পর ২০০৯ সালের ১৪ এপ্রিল গঠন করা হয় মান্না ফাউন্ডেশন। মান্নার প্রয়াণ দিবসে নায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ১৭ ফেব্রুয়ারি যারা মান্না ভাইয়ের কবর জিয়ারত ও বাদ জোহর মান্না ভাইয়ের কবর সংলগ্ন এলেঙ্গা বাগানবাড়ি মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়ায় অংশ নেবেন তারা নাম ও ফোন দিয়ে সাহায্য করুন।’
Design and developed by Engineer BD Network