Uncategorized

মুন্সীগঞ্জে আরও ৫ জন করোনা আক্রান্ত

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ২:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জ জেলায় আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত এক সাপ্তাহে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪।   বৃহস্পতিবার আইইডিসিআর-এর পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে মুন্সীগঞ্জ সদরের কেওয়ারে ১ জন, লৌহজংয়ে ২জন এবং গজারিয়ায় ১ জন।

 

এদের মধ্যে ১৪ জনকে রাজধানীর কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলার ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের ঢাকায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

তিনি জানান, মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ১৬৪ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হলে এদের মধ্যে এই ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নতুন করে আরও ৪৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ২১১ জন।

আরও খবর

Sponsered content