মুলাদীতে নৌকাডুবিতে পল্লীবিদ্যুতের লাইনম্যান নিখোঁজ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

মুলাদীতে নৌকাডুবিতে পল্লীবিদ্যুতের লাইনম্যান নিখোঁজ

তালাশ প্রতিবেদক :-

বরিশাল মুলাদীর মৃধারহাট লঞ্চঘাটে নৌকাডুবিতে পল্লীবিদ্যুতের লাইনম্যান অালাউদ্দিন সরদার(২০) নিঁখোজ হ‌য়ে‌ছেন।

‌সে মুলাদী উপ‌জেলার গাছুয়া ইউ‌নিয়‌নের পূর্ব হোসনাবাদ এলাকার সিদু সরদা‌রের ছে‌লে।

শ‌নিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জয়ন্তীর শাখা নদী‌তে খেয়া পারাপা‌রের সময় এ দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আক‌স্মিক ঝ‌ড়ো বাতা‌সে নৌকা‌টি ডু‌বে যায়, এসময় ৭/৮ জন সাঁত‌রে তী‌রে উঠ‌লে‌ আলাউ‌দ্দিন সরদার নিঁ‌খোজ হন ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, তার সন্ধা‌নে তল্লাশী কার্যক্রম প‌রিচা‌লিত হ‌চ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ