ঢাকা ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী চালিতাবুনিয়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান হাওলাদারের মৃত্যুতে পদটি শূন্য হয়।
Design and developed by Engineer BD Network