ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাল জালিয়াতির মাধ্যমে নিরীহ মানুষের জমি দখলের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব রুবেল সহ তার বাবা মোঃ তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা সদরের ৩৬ টি ভূক্তভূগি পরিবার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে ৩৬ পরিবারের লোকজন উপস্থি’ত থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আহসান হাবিব রুবেল উপজেলা সদরের মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র। সংবাদ সম্মেলনে ৩৬ পরিবারের পক্ষে মোঃ সিদ্দিকুর রহমান লিখিত বক্তব্যে জানায়, উপজেলা ছাত্রলীগের বিতর্কিত সভাপতি আহসান হাবিব রুবেল দলীয় পদ ব্যবহার করে তার বাবা ভূমি দস্যু তোফাজ্জেল হোসেনে জমিজমার জাল দলিল তৈরিতে সহায়তা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা রুবেলের কথায় অনৈতিক কাজে অপরাগতা প্রকাশ করলে কর্মকর্তাদের বিভিন্ন রকম হয়রানি সহ প্রান নাশের হুমকি দেয়া হয়। এমনকি সেটেলমেন্ট কর্মকর্তা নুরুল ইসলাম এই বাপ-বেটার অনৈতিক কাজে অপরাগতা প্রকাশ করায় বিভিন্ন হুমকীর সম্মুখিন হয়। পরে বাধ্য হয়ে ঐ কর্মকর্তা ৪৩টি মামলার কার্যক্রম বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে প্রেরন করে। যার সবকটি মামলার বাদী রুবেলের বাবা তোফাজ্জেল হোসেন। সংবাদ সম্মেলনে তোফাজ্জেল হোসেনকে ভূয়া মেজর আখ্যা দিয়ে তারা আরো জানায়, রুবেল তার বাবার সকল অপকর্মে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যবহার করে থাকেন। নেতাকর্মীরা অপরাগতা প্রকাশ করলে তাদেরকে পদ হারানোর ভয় অথবা নতুন পদ দেয়ার লোভ দেখানো হয়। এভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যবহার করে বাবার ভূমি দস্যুতা ও জমি দখলে সহায়তা করে থাকেন রুবেল। জাল দলিল করে নিরীহ মানুষের জমি দখল করে তাদের কাছে চাঁদা দাবী করে। তাদের এসব কর্মকান্ডে ঐ এলাকার নিরীহ মানুষ আজ সর্বশান্ত প্রায়। পিতা-পুত্রের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। এমনকি থানায় পিতা-পুত্রের বিরুদ্ধে ডায়রী বা মামলা দিতে আসলে তা পুলিশ গ্রহন করতে অপরগতা প্রকাশ করে। জাল দলিলের মাধ্যমে যে সব জমি দখল করেছিল তা ইতিমধ্যে সব ভূয়া প্রমানিত হয়েছে। পিতা-পুত্রের বিরুদ্ধে হত্যা মামলা, চাঁদাবাজি, জালজালিয়াতি সহ একাদিক মামলা রয়েছে। যার ফলে একাদিক বার তারা হাজত বাস করে। এমতাবস্থায় পিতা-পুত্রের জালজালিয়াতির ও চাঁদাবাজির হাত থেকে তাদের বসত বাড়ি সহ জমিজমা রক্ষা করতে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের তদন্ত সাপেক্ষে আশুহস্তক্ষেপ কামনা করেন।
Design and developed by Engineer BD Network