রাজাপুরে বৃদ্ধার লাশ উদ্ধার!

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৯

রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মোঃ সৈয়দ আলী (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন দুলাল সিকদারের বসতঘরের পাশে পরিত্যাক্ত অবস্থায় পরে থাকা মৃতদেহটি উদ্ধার করা হয়। সৈয়দ আলী উপজেলার চর রাজাপুর এলাকার মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে। স্থা নীয়রা জানায়, সৈয়দ আলীকে স্ত্রী ও ছেলে সন্তান তার কোন খোজ খবর না রাখায় সৈয়দ আলীর নানা বাড়ি গোপালপুর এলাকার দুলাল সিকদারের পরিত্যক্ত বাড়িটি দীর্ঘদিন যাবৎ দেখা শুনার (কেয়ারটেকার) দায়িত্বে ছিলেন। এ বাড়িতে তিনি একাই বসবাস করতেন এবং রান্নাবান্ন করে খেতেন। সোমবার সকালে স্থা নীয় শফিকুল ইসলাম নামে একটি ছেলে টিউবয়েলে পানি আনতে বাড়ির মধ্যে প্রবেশ করলে সৈয়দ আলীকে বসতঘর ও রান্না ঘরের মাঝ খানে পরে থাকতে দেখে এলাকার লোকজনকে জানায়। এলাকার লোকজন রাজাপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কখন কিভাবে তার মৃত্যু হয়েছে সঠিক করে কেউ বলতে পারেনি। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ