ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯
রাজাপুর, ঝালকাঠি প্রতিনিধিঃ
রাজাপুর উপজেলার ফকিরহাটে (ছোট কৈবর্ত খালি) রাইস মিল ঘরে রাতের আঁধারে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্হানীয় সূত্রে জানা গেছে, ফকিরহাট বাজারে বিগত কয়েকবছর থেকে একটি রাইস মিল আছে যার মালিকানায় ছিলেন পাশ্ববর্তী গালুয়ার বাবুল তালুকদার। বিভিন্ন ধরনের সমস্যার কারণে দীর্ঘদিন যাবত মিলটি বন্ধ ছিলো, কিছুদিন পূর্বে স্হানীয় সিঙ্গাপুর প্রবাসী রিয়াজ মোল্লা মিলটিকে তার মালিকানায় ক্রয় করে পূণরায় চালু করার উদ্যোগ নেয়৷ অল্প কিছুদিনের মধ্যেই চালু করার জন্য শেষ মুহুর্তের প্রস্তুতির মাঝেই গত রাত আনুমানিক ৩ টা নাগাদ কে বা কাহারা ঘরটিতে আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্হানীয়রা ছুটে এসে দ্রুত পানি দিয়ে নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জানতে চাইলে, প্রবাসী রিয়াজ মোল্লার পরিবারের লোকজন জানান দীর্ঘদিন যাবত এলাকার একটি কুচক্রী মহল বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার প্রচেষ্টা চালিয়ে আসছে যার বহিঃপ্রকাশ আজকের এই অগ্নিকান্ডের ঘটনা, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নিবো।
Design and developed by Engineer BD Network