ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুল রাজ্জাক (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঝালকাঠি-ভান্ডরিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পরিবহন চালক পালিয়ে যায়। রাজ্জাক পাশ্ববর্তী ভান্ডরিয়া উপজেলা সদরের সরদার বাড়ির মৃত আব্দুল গনি সরদারের পুত্র। প্রত্যক্ষদর্শী মোঃ হাছিবুর রহমান জানায়, কাকচিরা থেকে ছেড়ে আসা ঢাকা গামী রাফিন-শাফিন নামের পরিবহনটি ঘটনা স্থ’ল আসলে সামনের একটি ট্রলার টেম্পকে ওভারটেক করে উঠতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। টেম্পুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। মোটরসাইকেল চালক রাজ্জাক পরিবহনের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থ’লেই মৃত্যু হয়। খবর শুনে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থ’ল গিয়ে ঘাতক পরিবহনটি আটক করে। রাজাপুর থানা ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পরিবহনের ড্রাইভারকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।
Design and developed by Engineer BD Network