ঢাকা ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ঢাকা অফিস ॥ কণ্ঠ শিল্পী মারিয়া রহমান বর্ষা
মৌলিক গান ও চলচ্চিত্রে প্লে ব্যাকের পাশাপাশি এবার
‘আমি যে নাগীন’ শিরোনামে নতুন ধারার একটি
সাপের গানে কন্ঠ দিয়েছেন। রাহুল রাজ এর কথায় আমি যে
নাগীন গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইয়ার
মোহাম্মদ ডালিম।
সাংবাদিক, নাট্যকার ও গীতিকার রাহুল রাজের ‘আমি যে
নাগীন’ যে কোন অনুষ্ঠানে বিদেশী সাপের গানের
পরিবর্তে দেশী নাগীন বাজবে বলে আশাব্যক্ত করেন সুরকার
ইয়ার মোহাম্মদ ডালিম। তিনি আরো জানান, বাংলা
ভাষায় সাপের গানের কদর থাকলেও নাচের জন্য খুব বেশি
সাপের গান বাংলায় তৈরি হয়নি।
গান সম্পর্কে কণ্ঠশিল্পী মারিয়া রহমান বর্ষা বলেন, ‘ভাল
একটি সাপের গান করার ইচ্ছা ছিল। যে গানটি দর্শক
হৃদয়ে আলাদা স্থান পাবে। রাহুল রাজের আমি যে নাগীন
শিরোনামের গানটি সকলের মনে গেঁথে থাকবে এটাই
আমার বিশ্বাস। কাব্য বিলাস ইউটিউব চ্যানেলে চলতি
মাসেই গানটি সকলের জন্য প্রকাশ করা হবে।
Design and developed by Engineer BD Network