শায়েস্তাবাদে ভূমিদস্যু শাহীনের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ এলাকাবাসী!

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

বরিশাল অফিস :-

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের জামাত বিএনপি পন্থী ভূমিদস্যু শাহীন ওরফে বেহা শাহীনের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ এলাকাবাসী।এলাকায় মাদক ব্যবসায়ীদের মদতসহ নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে এ বিএনপি-জামাত কর্মীর বিরুদ্ধে।শাহীন ওরফে বেহা শাহীন শায়েস্তাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের শাহজাহান হাাওলাদারে ছেলে।স্থানীয় সূত্রে জানাযায়,শাহীন দীর্ঘ সময়ে বিদেশে থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করে দেশে এসে বিএনপি-জামাতের লেবাস পরিবর্তন করে আওয়ামীলীগের মুখোশ পরে মাদক ব্যবসায়ীদের মদতসহ বিএনপি-জামাতের লোকজন নিয়ে নানা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছেন।স্থানীয় সূত্রে আরো জানাযায়,ভূমিদস্যু শাহীনের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ হয়ে শুধু এলাকাবাসী নয় বরং তার শাশুড়ী কাউনিয়া থানায় তার(শাহীন) বিরুদ্ধে মামলা দায়ের করেন।এরপরেও বিএনপি কর্মী শাহীন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে বরং ভূমিদস্যুর কাতারেও নাম লিখিয়েছেন।স্থানীয় অনেকের জমি দখলসহ নানা পায়তারা করছে নব্য এ ভূমিদস্যু জামাত-বিএনপি কর্মী।অচিরেই এ ভূমিদস্যু শাহীনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে করনীয় পদক্ষেপ গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান ,

এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই তবে এ বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে একই সাথে কেউ যদি অভিযোগ করেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ