ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
বরিশাল অফিস :-
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়া ঘাট ইজারাদারদের অনিয়মের কাছে জিম্মি সহস্রাধিক যাত্রী।ইজারাদারদের দাপট ও খামখেয়ালীপানায় নদী পারাপারে মূল খেয়ার টলারের পরিবর্তে সারাদিন রিজার্ভ টলারে পারাপার হতে হয় এলাকাবাসীর,এতে করে প্রতিনিয়ত সর্ব সাধারন জনগনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সাথে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।স্থানীয় চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েও কোন প্রতিকার না পেয়ে শেষমেশ জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।স্থানীয়রা জানায়,শায়েস্তাবাদের এই নদী পারাপার হয়ে বরিশাল শহরে ক্ষুদ্র ব্যবসা বানিজ্য ও চাকরী করতে যেতে হয় এবং স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রীদের প্রতিদিন পারাপার হতে হয়।
কিন্তুু প্রতিনিয়ত এই খেয়াঘাটে এসে বড় ধরনের দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে,ইজাদাররা খেয়ার টলার ঘাটে বেধে রেখে বাধ্য করে রিজার্ভ টলারে পার করছেন যাত্রীদের ।
কিছু প্রতিবাদী সর্ব সাধারন জনগন মূল খেয়ার টলারের কথা উল্লেখ করলে ইজারাদাররা তাদের সাথে অসাদাচরন ও লাঞ্চিত করে বলে যানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান,এখান কার খেয়ার কয়েকজন ইজারাদার থাকলেও তাদের মধ্যে বজলু চৌকিদার,কালাম হাওলাদার এই দুই ব্যক্তির মাধ্যমে খেয়ার এই অনিয়ম গুলো চলে।তাদের মাধ্যমে এই সব কাজ কর্ম পরিচালিত হয়,এই দুই ব্যক্তির দাপটে ঘাটে কথা বলার সাহস কেউ পায় না।উল্লেখ্য এ খেয়াঘাটের বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে ইতিপূর্বে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে,কিন্তুু কর্তৃপক্ষের চোখে ব্যাপারটা পরলেও কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেনি।ভুুুক্তভোগী এলাকাবাসী এ অনিয়মের বিরুদ্ধে অতিদ্রুত একটি সুষ্ঠু ব্যবস্থা গ্রহনে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনের অনুরোধ জানিয়েছেন ।প্রতিদিন খেয়া পারাপার হতে আসা মোঃমহসিন জানান,এখানে খেয়ায় অনিয়ম চলে এটা সকলের কাছে স্পষ্ট। তবে আমরা জেলা প্রশাসককে অবগত করেছি এ ব্যাপারে, আমরা আশা করছি এর মাধ্যমে সুষ্ঠু একটা প্রতিকার হবে ।এদিকে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপিতে এ অনিয়ম রোধে কোন প্রতিকার না পেলে মানবন্ধন হুমকি প্রদান করেন ভুক্তভোগী এলাকাবাসী। এ বিষয়ে জেলা প্রশাসক জনাব এস,এম অজিয়র রহমান জানান,খেয়ার অনিয়মের কথা আমি মৌখিক শুনেছি পরে আমার বরাবর স্বারক লিপি গ্রহন করেছি।ইজরাদারকে সতর্ক করা হবে, পরিবর্তন না হলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Design and developed by Engineer BD Network