ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০
তালাশ প্রতিবেদক, ঝিনাইদহ ॥
ঝিনাইদহে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ ব্যবসায়ী নিহত হয়েছে।
সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া আব্দালপুর গ্রামের হাসমত আলী ও ঝাউদিয়া গ্রামের মিনা হোসেন।
শৈলকুপা থানার এসআই রফিকুল ইসলাম জানান, কাঁচামাল ব্যবসায়ী ওই দুই জন দুপুরে আব্দালপুর থেকে সবজি নিয়ে ঝিনাইদহে আসছিল।
পথে ঘটনস্থলে পৌঁছালে নসিমনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Design and developed by Engineer BD Network