ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০
তালাশ প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশালে বিভাগে ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল।
তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা ৯০ জনের সবাই প্রবাসী। কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী।
পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহায়তা করছে।
বিভাগের ৬ জেলার হিসেব অনুযায়ী, বরিশালে ২৬, ভোলায় ৬, পিরোজপুরে ১৯, পটুয়াখালীতে ২১, বরগুনায় ৮ ও ঝালকাঠিতে ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Design and developed by Engineer BD Network