ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
মো: ইলিয়াস শেখ কুয়াকাটাঃ
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ১৯৬০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হলের ছাত্র লীগের সদস্য, ১৯৬৭ সনে মহাকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সনে জেলা আওয়ামী লীগের সদস্য, ১৯৭৩ সনে পটুয়াখালী পৌরসভা চেয়ারম্যান এবং ১৯৯৬, ২০০৮, ২০১৮ সনে পটুয়াখালী ১ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অদ্য বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় তার ১ম নামাজের জানাজা শেষে আগামীকাল সকাল ১১ টায় পটুয়াখালী শেখ রাসেল শিশুপার্ক প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
Developed by Engineer BD Network