ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের সাথে মতবিনিময় সভা করেছেন কালকিনি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ভারতের ‘বিদ্যাসাগর পদক’ অর্জন করায় শনিবার বিকেলে ঢাকাস্থ ইউটিসি ভবনে তার অফিস হলরুমে নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানাতে গেলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ‘আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কেউ আমার কাছে আসলে আমি মনেকরি তারা আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত আর সারা জীবন তার ভক্ত হয়েই থাকতে চাই।’
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম-সধারন সম্পাদক মীর মামুনুর রশিদ ও সরদার লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাবুদ্দিন মিঠু, সাধারন সম্পাদক এমদাদুল হক সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, সাধারন সম্পাদক আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, সাধারন সম্পাদক শাহীন ফকির সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design and developed by Engineer BD Network