ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
তালাশ ডেস্ক ॥ খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিস হাসপাতাল) চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক নারীকে (২৫) যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ড বয় নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর বাসিন্দা ওই নারী গত ৬ জুন করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে ওয়ার্ড বয় নজরুল ইসলাম পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ওই নারীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন।
বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ড বয় সরে যান। এ ঘটনায় ওয়ার্ড বয় নজরুল ইসলামকে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
Design and developed by Engineer BD Network