ঢাকা ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২২
হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলায় মা মেয়েকে নির্য়াতনে সংবাদ বিভিন্ন অনলাইন প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয় গত ১৭ ই জুলাই।এ সংবাদ প্রকাশের দায়ে হিজলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক যায়যায়দিন ও দক্ষিনাঞ্চল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুমনুর রহমান সোহাগকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
জানা যায় ২১ শে জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা সদর টেকের বাজার বরজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ঝন্টু বেপারী ও ফারুক সহ ৮/১০ বখাটে চিহিৃত সন্ত্রাসী বাজারে এ হুমকি দেয়।তখন সংবাদ কর্মী সোহাগের সাথে থাকা অন্যন্য সংবাদকর্মীকে ভয়ভীতি দেখায়।এ ঘটনাকে কেন্দ্র করে হিজলা সকল সংবাদ কর্মীদেও মাঝে ক্ষোভ বিরাজ করছে।তাই হিজলা প্রেসক্লাব হলরুমে শুক্রবার বেলা ১০ টার সময় প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্তিত ছিলেন হিজলা প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি ও দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমনুর রহমার সোহাগ, সিনিয়র সাংবাদিক এফ এন এস পত্রিকার প্রতিনিধি নুরনবী, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আবদুল আলীম,বিজয় নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম,মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক ও ক্রাইম ফোকাস প্রতিনিধি মাহাবুবুল হক সুমন, প্রেসক্লাবের সহ সভাপতি নাসির উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি মিলন সরদার,ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আলহাজ,আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ সেলিম, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি পলাশ দাস, বরিশালের কথা পত্রিকার প্রতিনিধি মনির হোসেন,বরিশাল বানী পত্রিকার প্রতিনিধি ইয়ামিন মোল্লা, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মামুন তালৃুকদার,অধিকরন ও দেশ জনপদ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল সাদ্দাম, দৈনিক খোলা কাগজ ও আলোর জগত পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রহমতুল্লাহ পলাশ, রুপালী বার্তা পত্রিকার প্রতিনিধি হারুন গাজী,ডিবিসি বাংলার প্রতিনিধি ইউসুফ হাওলাদার, বরিশাল প্রতিদিন মহসিন কাজী সহ কর্মরত সকল সংবাদকর্মী।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন শতভাগ প্রমান নিয়ে সংবাদ কর্মীরা সংবাদ করি।যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে কলম তুলি তখনি সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সন্ত্রাসীদের বিরুদ্ধে।তাই তারা বারবার অন্যায় করে যাচ্ছে।প্রশাসন যদি এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে দেশ এসব অপরাধীর হাতে চলে যাবে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস বলেন, যদি কোনো সংবাদকর্মীকে হুমকি দিয়ে থাকে লিখিত অভিযোগ দেন।আমরা আইনগত ব্যবস্থা নেব।
Design and developed by Engineer BD Network