Uncategorized

অভিযান চালাতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়- ডিসি খাইরুল আলম

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ১:১০:৩৩ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম গতকাল বেলা ১১টায় নথুল্লাবাদ বিএমপি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি ডিসি খাইরুল আলম  বলেন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কোন সাধারন মানুষ যেন হয়রানির শিকার না হয়। সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে। প্রত্যকটা থানা হবে মানুষের সর্বপ্রথম আশ্রয় স্থল ও আশার কেন্দ্রবিন্দু। জনগনকে পুলিশের কাছে আসতে হবেনা।পুলিশ জনগনের বাড়িবাড়ি গিয়ে তাদের কাংক্ষিত সেবা নিশ্চিত করবে।এ সময় তিনি আরও বলেন,সমাজ থেকে মাদক নির্মুল করতে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে।বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারন মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।পুলিশ এবং জনগনের মাঝে সম্পর্কের সেতু বন্ধন তৈরী করতে পারলে আস্তে আস্তে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে যাবে।এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ লোকমান হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আরও খবর

Sponsered content