Uncategorized

ইতালি প্রবাসী রনি আহমেদের দুই হাজার পরিবারের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরন

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ১১:৫৮:৫৮ প্রিন্ট সংস্করণ

ইতালি প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলায় ব্যাপক ভাবে করোনা রোগী সনাক্ত না হলেও লকডাউনে সাধারন খেটে খাওয়া মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। এলাকার মানুষের দুর্দিনে বরাবরের মত উদার চিত্তে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ইতালি শাখার সাধারণ সম্পাদক,ইতালি প্রবসী রনি আহমেদ।
করোনার শুরু থেকে ধাপে ধাপে শত শত পরিবারকে খাদ্য সহযোগিতা দেওয়া হলেও তার কোন ছবি সোস্যাল মিডিয়ায় দেয়নি। ইতিমধ্যে ১৫০০ পরিবারকে খাদ্য সহযোগিতা,পাশাপাশি নিজ গ্রামে প্রতি পরিবারকে একটি করে মুরগি দিয়েছে।এমনকি গোপনীয়তা রক্ষা করে ৫০০০ টাকা করে এবং অসুস্থ পরিবারকে ১০০০০ টাকা করে প্রদান করে।এ ছাড়াও রমজানে নিজ গ্রামের পনেরো শতাধিক পরিবারকে রমজানের খাদ্য সামগ্রি প্রদান করার চিন্তা করছেন। প্রবাসী রনি আহমেদ বলেন ইতিমধ্যে ৫০লক্ষ টাকার মালামাল এবং নগদ অর্থ বিতরন করেছি।রমজানে অসহায় বেকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেওয়ার চিন্তা করছি। এখানে প্রচার প্রচারনার কিছু নাই। আমি আমার পরিবারকে বলে কোথায়ও কোন প্রচারনা করা যাবে না। তবে এখন দেখতেছি মানুষ কিছু সাহায্য করেই ব্যাপক ভাবে প্রচার করে। আসলে আমরা কি প্রচারের জন্য বিতরন করছি নাকি অসহায় মানুষকে সহযোগীতা করছি সেটা আগে জানতে হবে। ইসলাম যেমনি বলে তেমনি করা উচিত। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। করোনা থেকে সবাইকে হেফাজত করুক। সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাড়াবে এমনটাই প্রত্যাশা।

আরও খবর

Sponsered content