Uncategorized

কুয়াকাটা বাস টার্মিনাল না থাকায় পর্যটকদের ভোগান্তি

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২০ , ৬:০৮:২৯ প্রিন্ট সংস্করণ

ইলিয়াস শেখ কুয়াকাটা প্রতিনিধি// কুয়াকাটা জিরো পয়েন্ট এখন বাস, হোন্ডা ও অটোভ্যান টার্মিনালে পরিনত। ফলে সৌন্দর্য হারাচ্ছে পর্যটন নগরীর?

আন্তর্জাতিক পর্যটন নগরী কুয়াকাটা সপ্তাহে তিন দিন (বৃহস্পতি, শুক্র, শনিবার) পর্যটকদের সরগম থাকে। এ-ই তিন দিনই জিরো পয়েন্টে থাকে বিভিন্ন যানবাহনের বেগতিক তীব্র যানজট; পর্যটক ও স্থানীয়রা চলাচলের অনুপযোগী হয়ে পরে।

নির্দিষ্ট বাস টার্মিনালের কাজ এখনও সম্পন্ন না হওয়ায় জিরো পয়েন্টে বাসগুলো রাখা হয় এবং গাড়ি ঘোরানোর স্থান হিসেবেও ব্যাবহৃত হয় এ-ই জিরো পয়েন্ট। জিরো পয়েন্টের আশেপাশে গড়ে তোলা হয়েছে ভাসমান দোকানপাট এবং স্থানীয়দের চলাচলের জন্য (মটর সাইকেল, অটো ভ্যান, মাহিন্দ্রাসহ) বিভিন্ন যানবাহন, যার ফলে সড়কের দু’ধারের প্রশস্ততার সংকীর্ণতা দেখা দিয়েছে, গড়ে উঠেছে দীর্ঘদিনধরে অস্থায়ী টার্মিনাল ও বাজার।

স্থানীয়রাসহ পর্যটকরা এ-ই দুর্ভোগের শিকার থেকে অচিরেই পরিত্রাণ পেতে চাই।

পর্যটন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করছেন কুয়াকাটা ব্যবসায়ী বৃন্দ।

আরও খবর

Sponsered content