Uncategorized

চীনে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ – লকডাউনে ১ কোটি মানুষ

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৪:৩৯:৩৪ প্রিন্ট সংস্করণ

HONG KONG, HONG KONG - JUNE 09: Protesters march on a street during a rally against the extradition law proposal on June 9, 2019 in Hong Kong. Hundreds of thousands of protesters marched in Hong Kong in Sunday against a controversial extradition bill that would allow suspected criminals to be sent to mainland China for trial.(Photo by Anthony Kwan/Getty Images)

চীনে আবারও নতুন করে দেখা দিয়েছে করোনার প্রকোপ। দেশটির উত্তরের শহর শিজিয়াঝুয়াংয়ের এক কোটি ১০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

শহরটির শতাধিক বাসিন্দার করোনা শনাক্তের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, বাসিন্দাদের শহর থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

নগরীরর প্রত্যেক বাসিন্দাই যাতে করোনার পরীক্ষা করাতে পারেন সেজন্য পাঁচ হাজারের বেশি পরীক্ষাকেন্দ্র চালু করা হয়েছে।

উল্লেখ্য, শিজিয়াঝুয়াং শহরটি হেবেই প্রদেশে অবস্থিত। বৃহস্পতিবার এখানে ১২০ জনের করোনা শনাক্ত হয় এবং এর প্রত্যেকেই এই নগরীর বাসিন্দা।

শহরটিতে এমন সময় লকডাউন ঘোষণা করা হয়েছে যখন চীনা নববর্ষ উদযাপনের সময় ঘনিয়ে আসতে শুরু করেছে।

প্রতি বছর এই নববর্ষ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ চীনা স্বজনদের সঙ্গে দেখা করতে দেশে ফেরেন কিংবা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত করেন।

আরও খবর

Sponsered content