আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা : বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র নিন্দা ও প্রতিবাদ

  প্রতিনিধি ১৬ মে ২০২১ , ৬:৪২:১৬ প্রিন্ট সংস্করণ

খবর বিজ্ঞপ্তি ॥ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনে নামাজরত মানুষের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, মানুষ হত্যা করেছে, ভবন ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন বর্বর হামলার পরও বিশ্বসম্প্রদায় চুপ আছে। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ৭ম দিনের পর্যন্ত বিমান হামলায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ এখনও চলমান। অন্যদিকে লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দাবি করেছে তেল আবিব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সেখানে ১৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪১ শিশু ও নারী রয়েছেন। আর গত সোমবার ইসরায়েলি আক্রমণ শুরুর পর থেকে সেখানে আহত মানুষের সংখ্যা ৫৮০। আহতদের চিকিৎসা দিতে সেখানকার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। কারণ, করোনা রোগীর কারণে আগে থেকেই হাসপাতালগুলোর অবস্থা ছিল নাজেহাল। সম্প্রতি জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের বাহিনী তাদের বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। অন্যদিকে হামাস গাজা থেকে রকেট ছুড়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাঁদের বাহিনী গাজায় প্রায় এক হাজার লক্ষ্যবস্তুতে ইতিমধ্যে হামলা চালাতে সক্ষম হয়েছে। বিবিসির খবরে বলা হয়, হামাসের রকেট হামলায় ইসরায়েলে সাতজন নিহত হয়েছেন। গাজা সীমান্তে ইসরায়েল তাদের দুটি পদাতিক ও একটি সাঁজোয়া ইউনিট মোতায়েন করে। পাশাপাশি আরও সাত হাজার সেনাকে প্রস্তুত হতে বলা হয়েছে। ২০১৪ সালে গাজায় ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সাত সপ্তাহের যুদ্ধের পর এবারই এটা সবচেয়ে বড় ধরনের সংঘাত।

আরও খবর

Sponsered content