সকল বিভাগ

বরিশালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪০:৩১ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার উত্তর চন্দ্রমোহন, টুঙ্গিবাড়িয়া নতুন হাট, বিশ্বাসের হাট, রাজার চরের হাট, চড় হোগলা এলাকার নদীভাঙ্গন এলাকায় পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
স্পিড বোর্ডযোগে বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (অতিরিক্ত) প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার,
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃমনিরুজ্জামান, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সহ অন্যান্য নেতাকর্মী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।
এর আগে তিনি ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে রায়পাশা কড়াপুর ইউনিয়নের স্থানীয় আঃলীগের সাথে বেলা ১১ টায় আলোচনা সভা করেন।

আরও খবর

Sponsered content