Uncategorized

বরিশালে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দোকান খোলা রাখছে কে এই শামীম!

  প্রতিনিধি ২৯ জুন ২০২১ , ১০:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ।। করোনার সংক্রমণ রোধে সারাদেশে সীমিত লকডাউন ঘোষণা করেছে সরকার। আর এই লকডাউনে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিলেও বরিশাল নগরীর গীর্জা মহল্লায় প্রকাশ্যে দোকান খোলা রেখে বেচাকেনা চালাচ্ছেন বেশ কয়েকটি দোকান।

এমন খবর পেয়ে গীর্জা মহল্লা এলাকায় যান বেশ করেকজন সংবাদকর্মী। তারা সব দোকান বন্ধ দেখলেও মোবাইল মেলা নামে একটি দোকান খোলা দেখতে পায়। পরে সংবাদকর্মীরা ওই দোকানে মাস্কবিহীন জনতার ভীড় দেখে ছবি তোলার চেষ্টা করেন, এতে তাদের বাঁধা দেয় মোবাইল মেলার প্রোপাইটর শামীম হোসাইন।

দৈনিক আজকের তালাশের নিজস্ব প্রতিবেদক ফাইজুল মুন্না অভিযোগ করে বলেন,’দোকান খোলা রাখার খবর পেয়ে আমরা কয়েকজন সংবাদকর্মী গীর্জা মহল্লা এলাকায় যাই। সেখানে আমরা প্রায় সব দোকান বন্ধ দেখতে পেলেও মোবাইল মেলা নামে একটি দোকান খোলা পাই, সেই দোকানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বেচাবিক্রি করতে দেখে আমরা বাহির থেকে দোকানের ছবি তোলার সাথে সাথেই আমাদের বাঁধা দেয় শামীম নামে এক লোক। এ সময় তিনি আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।’

বাঁধা দেওয়ার কারন জানতে চাইলে মোবাইল মেলার প্রোপাইটর শামীম হোসাইন বলেন,’এটা ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাঈদের দোকান, তার অনুমতিতেই দোকান খোলা রাখছি। শুধু তাই না প্রশাসনকে ম্যানেজ করেই আমি দোকান চালাই, আপনারা ছবি তোলার কে? এটা নিয়ে বাড়াবাড়ি করলে বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন।’

এব্যাপারে জানতে চাইলে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ বলেন,‘আসলে বিষয়টি আমি জানিনা, শামীম যদি এটা করে থাকে তাহলে তাহলে খুবই অন্যায় কাজ করেছে।’

গীর্জা মহল্লার বেশ কয়েকজন মোবাইল ব্যবসায়ীর সাথে আলাপকালে তারা জানান,‘সরকারী নির্দেশনা মেনে আমরা দোকান বন্ধ রেখেছি, কিন্তু শামীম সব সময়ই দোকান খোলা রাখে, এমনকি ঈদের দিনেও সে দোকান খোলা রাখে।’ সে সব সময় আওয়ামী লীগ ও প্রশাসনের দাপট দেখিয়ে দোকান খোলা রাখে বলেও অভিযোগ করেছেন একাধিক ব্যবসায়ী।

উল্লেখ্য, মোবাইল মেলা, শামীম টেলিকম ও তাহমি টেলিকম নামের তিনটি দোকানের প্রোপাইটর এই শামীম। লকডাউন ঘোষণার পর থেকেই সরকারের নির্দেশনা উপেক্ষা করে তিনি তার তিনটি দোকানই খোলা রেখে আসছেন। প্রশাসন আসলেই দোকানের সাটার বন্ধ করে দেয় সুচতুর শামীম।

আরও খবর

Sponsered content