Uncategorized

বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগে দুই লক্ষের অধিক টাকার মাছ নিধন

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২০ , ৬:২৮:২০ প্রিন্ট সংস্করণ

বিএফ খান সবুজ বাকেরগঞ্জ :-

বাকেরগঞ্জ উপজেলাধীন ১৪-নং নিয়ামতি ইউনিয়ন ৮-নং ওয়ার্ডের বর্তমান জনপ্রিয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ এর নেতা আলমগীর হোসেন মৃধার চিংড়ি মাছের ঘেরে বিষ প্রয়োগে অনুমান করা হয় পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ২-লক্ষ টাকার অধিক চিংড়ি মাছ নিধন হয়।

এতে করে ক্ষতির পরিমাণ মাথায় রেখে মাটিগাড়া হয়ে বসে পড়েন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন মৃধা। তাহার রক্ষিত সর্বার্থ দিয়ে সর্ব সামর্থ্য অনুযায়ী ৬০-শতাংশ জমিতে দুটি মাছের ঘের পরিচালনা করে আসছেন। যাহা দারিদ্র বিমোচন এবং স্বাবলম্বী হওয়ার জন্য এটি একটি মাইলফলক পদক্ষেপ।

তার ভেতরে চিংড়িঘেরে মেম্বার আলমগীর হোসেন মৃধার বাড়ির থেকে গ্রামের সংযোগ সড়ক এর পাশ ঘেঁষে ২০-শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়।

প্রতিটি মাছের গড় ওজন প্রায় ৮০-গ্রাম দাঁড়িয়েছিল। বিষ প্রয়োগে ক্ষতিগ্রস্থ ঘেরের মালিক মেম্বার আলমগীর হোসেন মৃধা গণমাধ্যমকে জানান যে, আগামী এক মাসের মধ্যে ঘেরের প্রতিটি চিংড়ি মাছ বিক্রি উপযুক্ত হত।

যা দামের পরিমাণে প্রতিকেজি প্রায় ১৮০০/ টাকা দরে বিক্রি করা সম্ভব হতো।

আজ ক্রয় মূল্যের খরচ অনুযায়ী দু’লাখ টাকার বেশি ক্ষতি হলেও মূল ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অনেক, যাহা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।

কে বা কাহারা এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা জিজ্ঞেস করলে, তিনি জানান যে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা নাগাদ প্রকৃতির ডাকে ঘরের বাহির হলে হাতে ঢাকা টর্চ লাইট নিয়ে চিংড়ি মাছের ঘের পরিদর্শন করতে গেলে দৌড়ে পালিয়ে যেতে কয়েকজনকে দেখা যায়। তাদের কয়েকজনকে স্পষ্টভাবে টর্চের আলোতে চিহ্নিত করা সম্ভব হয়েছে। উপরোক্ত ঘটনার বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে অবহিত করলে তিনি অতি দ্রুত বাকেরগঞ্জ থানায় কর্তব্যরত দুজন পুলিশ অফিসারকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠালে এসআই জসিম ও এসআই রবিউল ঘটনাস্থলে পৌঁছালে বিষ প্রয়োগে চিংড়ি মাছ নিধনের বিষয়টি প্রাথমিক আলামত খুঁজে পান।

যাহা নিতান্তই নগণ্য এবং ন্যক্কারজনক!

উক্ত বিষয়ে কর্তব্যরত দুজন পুলিশ অফিসার চিংড়ি ঘেরে বিষ প্রয়োগকারী যাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করতে পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মেম্বার আলমগীর হোসেন মৃধা।

আলমগীর হোসেন মৃধা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উক্ত বিষয়ে ক্ষতি সাধনের লক্ষ্যে বিষ প্রয়োগে মাছ নিধন হওয়া ক্ষতি থেকে এবং নিজের জীবন জান-মালের হেফাজত লক্ষ্যে সার্বিক সহযোগিতা পেতে আইনের প্রতি জোর অনুরোধ জানান।

আরও খবর

Sponsered content