সকল বিভাগ

বাবুগঞ্জে পুলিশের বাধায় নির্ধারিত স্থানে কর্মসূচি করতে পারেনি উপজেলা বিএনপি

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৮:২৬:৫২ প্রিন্ট সংস্করণ

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে পূর্বনির্ধারিত স্থানে কর্মসূচি করতে পারেনি উপজেলা বিএনপি। পুলিশ অবস্থান নিয়ে বাধা তৈরি করে রাখায় অবস্থান কর্মসূচি শুরু করতে পারেনি দলটি। তবে পূর্বনির্ধারিত সমাবেশস্থল থেকে কয়েক শ গজ দূরের স্থানে দলটি অবস্থান কর্মসূচি পালন করেছে।

 

বুধবার বাহেরচর বাজারে কেন্দীয় ঘোষিত ইউনিয়ন পর্যায় অবস্থান কর্মসূচি পালন করার পূর্বনির্ধারিত স্থানে ছিলো। বিএনপি জানিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিএনপি স্থানে আজ বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল। কেন্দীয় ঘোষিত ইউনিয়ন পর্যায় অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে বাহেরচর বাজারে দেহেরগতি ইউনিয়ন বিএনপি স্থানে নির্ধারিত করেন।

 

তবে দুপুরে পুলিশ হঠাৎ অফিস ছারা উন্মুক্ত স্থানে কর্মসূচি পালন না করতে উপজেলা বিএনপিকে নির্দেশনা দেয়। এ অবস্থায় পুলিশ বিএনপির নির্ধারিত সমাবেশস্থলে গিয়ে অবস্থান নিয়ে বাধা প্রদান করেন। এর ফলে নির্দিষ্ট সময়ে বিএনপি নেতা-কর্মীরা আসে চলে যাই। পরে দলটির নেতা-কর্মীরা কয়েক শ গজ দূরে অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

 

দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মিলন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত হোসেন কচি তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ উপজেলার যুগ্না আহবায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদসা, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন স্বপন ,চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, যুগ্না সম্পাদক মিন্টু বেপারী , বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায় আওলাদ হোসেন, উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাইনুদ্দিন মুন্সি, মোঃ পারভেজ খান, মোহাম্মদ রিয়াজ হোসেন, কবির আকন, শাহিন মাঝি প্রমুখ। বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করেছে। অথচ পুলিশের বাধায় নির্ধারিত স্থানে কর্মসূচি করতে পারনি।

আরও খবর

Sponsered content