Uncategorized

মাদক মামলায় বরিশালে একজনের যাবজ্জীবন

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২১ , ৮:৫৩:৩৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশালে মাদক মামলায় টিটু দাস নামে এক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণ্ করেন।

আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, দণ্ডপ্রাপ্ত টিটু দাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দেলদুয়ার এলাকার দিলীপ দাসের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২০ অক্টোবর বরিশাল নগরের ভাটারখাল কলোনি এলাকা থেকে টিটু দাসকে আটক করে মেট্রো ডিবি পুলিশ।

সেসময় তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ৫০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এসআই মহিউদ্দিন।

মামলার তদন্ত শেষে ডিবির এসআই হেলালুজ্জামান গত বছর ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আসামির উপস্থিতিতে এই সাজা দেন আদালত। রায় শেষে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলাটি রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর।

আরও খবর

Sponsered content