Uncategorized

মুলাদী পরিবার পরিকল্পনা অফিসের ছাদ খসে পড়ায় আতঙ্কে কর্মকর্তা, কর্মচারীরা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২০ , ২:১৬:০৯ প্রিন্ট সংস্করণ

মুলাদী প্রতিনিধি  ॥
মুলাদী পরিবার পরিকল্পনা অফিসের ছাদ হঠাৎ করে খসে পড়ায় আতঙ্কে কর্মকর্তা, কর্মচারীরা।

গত ৬ নবেম্বর রবিবার বেলা ১২.৩০মিনিটে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলিপ কুমার দাসের অফিস কক্ষের ছাদ থেকে প্লাস্টার খসে পরে তার টেবিলের উপর।

এসময় তিনি উপস্থিত না থাকলেও অফিস সহকারীরা বিষয়টি দেখে আতঙ্কীত হয়ে পরে।

উল্লেখ্য মুলাদী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী বিল্ডিংগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় মাঝে মধ্যেই এধরনের ঘটনা ঘটে থাকে।

কযেকদিন পূর্বে সমবায় অফিসেও একই ঘটনা ঘটেছিল।

পুরোনো এসমস্ত বিল্ডিংয়ে ঝুকি নিয়ে অফিস করছেন কর্মকর্তাা, কর্মচারীরা।

দ্রুত এসমস্ত বিল্ডিংয়ের সংস্কারের কাজ হাতে না নিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

উর্দ্ধতন কর্তৃৃপক্ষে বিষয়টি আমলে নিয়ে দ্রুত বিল্ডিং সংস্কারের কাজ হাতে নিবেন এমনটিই প্রত্যাশা কর্র্মকর্তা, কর্মচারীদের।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

আরও খবর

Sponsered content