দেশজুড়ে

র‌্যাব-৮ এর অভিযানে দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২১ , ৫:০৬:৩৩ প্রিন্ট সংস্করণ

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতঃ ব্যবসা পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গত ১৪ মার্চ ২০২১ তারিখ ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক বিকাল ১৬.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন ১ নং চেঁচরী রামপুর ইউনিয়ন দক্ষিণ চেঁচরী সাকিনস্থ জনৈক শাহজাহান সিকদার (৬৩), এর কলাবাগানে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি গত ১৪ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ১৭.১০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ আসলাম গাজী (২৩), পিতাঃ মোঃ কুদ্দুস গাজী, সাং- মধ্য মদনা, থানাঃ চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুর, (২) মোঃ বদরুল ইসলাম (২৪), পিতাঃ মোঃ রফিকুল ইসলাম, সাং- দক্ষিণ চেঁচরী, থানাঃ কাঠালিয়া, জেলাঃ ঝালকাঠি বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ১.৮৫০ (এক কেজি আটশত পঞ্চাশ গ্রাম) গাঁজা, উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content