Uncategorized

শেখ হাসিনার বাংলায় কোন জঙ্গি বাদের স্থান হবে না : এমপি শাওন

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২২ , ১:০২:৪২ প্রিন্ট সংস্করণ

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে দেশে এখন কোন জঙ্গীবাদ নেই। বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না। বিএনপি, জামাত শিবিরের দোসর নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যরা ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। তাদেরকে তখন সরাসরি সহযোগিতা করেন তৎকালীন জোট সরকার। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আফগানিস্তান বানানো।

 

বিএনপি জামাত জোট সরকারের মদদে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা, পৌর শাখাসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে কালো পতাকা প্রদর্শণ ও বিক্ষোভ সমাবেশ শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

 

এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে সকল ধরনের জঙ্গীবাদ ও তাদের সকল কার্যক্রম সমূলে উৎখাত করেছেন। দেশে জঙ্গীবাদদের এখন কোন তৎপরতা নেই। তারপরও সকলকে সজাগ থাকতে হবে। কোন রকম জঙ্গীবাদের তৎপরতা দেখা দিলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে।

 

সকাল ১০ টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউসুপ মনজু, পৌরসভা আওয়ামীলগের যুগ্ম-আহবায়ক মনজু তালুকদার, আ.ন.ম শাহজামাল দুলাল প্রমূখ।

আরও খবর

Sponsered content