Uncategorized

সিঙ্গাপুরে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০১৯ , ১১:৫১:১৯ প্রিন্ট সংস্করণ

সিঙ্গাপুর:
সিঙ্গাপুরে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সিঙ্গাপুরস্থ্য বাংলাদেশ আওয়ামী জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার রাত ৮টায় সিঙ্গাপুর ছেরাঙ্গন মোস্তফা প্লাজায় একটি অভিযাত হোটেলে কেক কেটে সিঙ্গাপুরস্থ্য আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মো. তাহাজ্জাত হোসেন রাজুর সভাপতিত্বে এ অনুষ্ঠানটি পালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরস্থ্য আওয়ামী লীগের সহ-সভপতি হিরা মালেক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিঙ্গাপুরস্থ্য যুবলীগে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আকমল হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুরস্থ্য শ্রমিক লীগের প্রধান উপদেষ্ঠ্যা মো. গোলাম রসুল, উপদেষ্ঠ্যা মো. জাকির হোসেন, মো. তরিকুল ইসলাম তুহিন, মো. আরিফ হোসেন, সিঙ্গাপুর শাখা ছাত্র লীগের সভাপতি মো. সোহাগ মাহমুদ, আর্ন্তজাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাসেল হোসেন, সাধারন সম্পাদক মো. মিরাজ উদ্দিন, সিঙ্গাপুর শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, মো. মানিক মিয়া, মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
সিঙ্গপুরস্থ্য আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মো. তাহাজ্জাত হোসেন রাজুর বক্তব্যে বলেন, অতীতের সকল ভেদা-ভেদ ভুলে প্রবাসী শ্রমিকদের কল্যাণে পাশে থাকতে চায় সিঙ্গাপুস্থ্য শ্রমিক লীগ। শ্রমিকদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চায় সিঙ্গাপুস্থ্য শ্রমিক লীগ। তিনি আরো, কথা দিয়ে যাচ্ছি সিঙ্গাপুরে শ্রমিক লীগকে যার যখন দরকার তখনই পাবেন। রাতে আর দিনে, ঝড় আর বৃষ্টিতে সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকের সমস্যায় অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আমিনুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আজিজ সহ আরো অনেকেই। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও খবর

Sponsered content