Uncategorized

বি সি সির মেয়রের জন্মদিনে তার দির্ঘায়ু কামনায় কলমিলজ মসজিদে মিলাদ মাহফিল

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০১৯ , ৯:৫০:১০ প্রিন্ট সংস্করণ

বরিশাল অফিস :-
বরিশাল সিটি কর্পরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্ম দিন ১৯ নভেম্বর ।গতকাল বরিশালের বিভিন্য মসজিদে তার জন্য দোয়া মাহফিলের আয়জন করে আওয়ামীলীগের নেত্রীবৃন্দরা। তারি ধারাবাহিকতায়  গতকাল মাগরিবের নামাজের বাদ আমানত গঞ্জ কলমিলজ মসজিদে মেয়র এবং তার পরিবারের জন্য মিলাদ মাহফিলের আয়জন করেন মুজিব আদর্সের সৈনিক বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ  আনিছ ।