বরিশাল

কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে বরিশাল ‘ল’ কলেজের দুটি পুকুর দখলমুক্ত

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ৩:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বরিশাল ‘ল’ কলেজ প্রাঙ্গন ও দুটি পুকুর দখলমুক্ত করে পরিষ্কার-পরিছন্ন করলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। পাশাপাশি ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে শিক্ষক ও শিক্ষাথীদের সাথে মতবিনিময় করেন তারা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মো: রিয়াদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেনের দিক-নির্দেশনায় বরিশাল ‘ল’ কলেজ ছাত্রদলের আহবায়ক হুমায়ন কবির সুমন, সদস্য সচিব এসএম জুয়েলের নেতৃত্বে ক্যাম্পাসে নানামূখী কার্যক্রম পরিচালিত হয়।

বরিশাল ‘ল’ কলেজ প্রাঙ্গন ও দুটি পুকুর দখলমুক্ত করে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
জানা গেছে- ‘শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে রাষ্ট্র সংস্করণের দাবিতে ৩১ দফা ঘোষণা দিয়ে সারাদেশে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুন্দর পরিবেশ ও সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা ৩৮টি টিম গঠন করে। এদের মধ্যে ৪ নম্বর টিম বরিশাল জেলা, মহানগর ও পিরোজপুর জেলার সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দ্বায়িত্বে রয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বরিশাল ‘ল’ কলেজ প্রাঙ্গন ও দুটি পুকুর দখলমুক্ত করে পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে স্থানীয় নেতাাকমীদের দিক নির্দেশনা দেন তারা। পর্যায়ক্রমে বরিশাল জেলা, মহানগর ও পিরোজপুর জেলায় সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান চালাবেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ অ্যাডভোকেট মোস্তফা জামাল খোকন, উপাধ্যক্ষ জসিম উদ্দিনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

বরিশাল ‘ল’ কলেজ ছাত্রদলের আহবায়ক হুমায়ন কবির সুমন বলেন- বরিশাল ‘ল’ কলেজ ক্যাম্পাস কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের দিক-নির্দেশনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। কলেজের দুটি পুকুর বেদখল হয়েছিল, তা দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করে তোলার জন্য পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মো: রিয়াদ রহমান বলেন- বিগত দিনে অযত্ন অবহেলা এবং অরক্ষিত ছিল শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল ‘ল’ কলেজ ক্যাম্পাসটি। তৎকালীন সময় শহীদ জিয়াউর রহমান কলেজের জমি অধিগ্রহনের উদ্যোগ নিয়েছিলেন। কলেজ কম্পাউন্ডের দুটি পুকুর বেদখল হয়েছিল। আমরা সাংগঠনিক দায়িত্ববোধের জায়গা থেকে টিম গঠন করে বরিশাল ‘ল’ কলেজ প্রাঙ্গণে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছি। পুকুর দুটি দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করে তোলার জন্য পরিস্কার-পরিচ্ছন্ন করেছি। সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছি।

 

তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে পথ চলতে চাই এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

 

ছাত্রদল নেতাকর্মীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেন- বিগত দিনে বরিশাল ‘ল’ কলেজ ক্যাম্পাস অবহেলিত ও অরক্ষিত ছিল। ছাত্রদল নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। পাশাপাশি বেদখল হওয়া দুটি পুকুর দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করে তুলেছে। এটা সত্যিই প্রশংসনীয় কাজ।

আরও খবর

Sponsered content