Uncategorized

করোনা ভাইরাসে আতংক নয়, জনসচেতনতায় হোক প্রতিরোধ

  প্রতিনিধি ১০ মার্চ ২০২০ , ৬:২১:৩৭ প্রিন্ট সংস্করণ

আলমগীর মাটি সোহাগঃ
অবশেষে আমরাও করোনা ভাইরাসের আক্রান্ত দেশের তালিকায় নাম লেখালাম। এখন পর্যন্ত অফিসিয়ালি দেশে তিনজন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় যেকোনো মহামারী রোগের আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশী ঝুঁকিতে আমাদের বসবাস।
এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিশেধক আবিষ্কার না হওয়ায় বিশেষজ্ঞদের মতে প্রতিরোধই আক্রান্ত রোধের একমাত্র উপায়।
দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যেভাবে আতংক ছড়ানো হচ্ছে তাতে পরিস্থিতি প্রতিমুহূর্ত জটিল আকার ধারন করছে।
করোনা ভাইরাস নিয়ে বরিশাল নগরবাসীও আতংকের বাহিরে নয়। গতকাল সরকারী ভাবে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ঘোষণার পর নগরবাসীর আতংকের মাত্রা বেড়েই চলছে। আতংক রোধে নগরবাসীর জীবন যাত্রা স্বাভাবিক রাখতে এখন থেকেই যুক্তিযুক্ত, সময় উপযোগী কার্যক্রমের সঠিক সময়।
এক্ষেত্রে সিটি মেয়র, বরিশাল সিভিল সার্জনের মিলিত উদ্যোগ এনে দিতে পারে নাগরিক স্বস্থি।
করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গাইড লাইন মেনে নগরীতে নাগরিক আতংক রোধে প্রচারের পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় সাহায্যের সহজীকরন। ভাইরাস রোধে যে সকল নিত্যকার জিনিস ব্যবহার হচ্ছে যেমন মাস্ক, সাবান, হেক্সিসল, স্যাভলন ইত্যাদি পন্যের অতিরিক্ত মুল্যরোধে বিশেষ ব্যবস্থা গ্রহনের সাথে সাথে প্রাপ্যতা নিশ্চিত করন। নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোচিং সেন্টারগুলোতে বিশেষ নজরদারীর পাশাপাশি, বিশেষ করে যেখানে জনসমাগম হয় এমন স্থানগুলোতে ভিড় কমানোর ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কতৃপক্ষ তড়িৎ সিদান্ত হতে পারে আতংক রোধের রক্ষাকবচ।
এদিকে নগরীতে করোনা ভাইরাস রোধে নগরবাসী নানা ধরনের মাস্ক ব্যবহার শুরু করলেও প্রায় বেশীরভাগ ক্ষেত্রেই যা করোনা রোধে কোনো কাজে আসবেনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাস রোধে (N-95 Code) বিশেষ মাস্ক এর কথা বলা হলেও করোনা ভাইরাস রোধে এর কার্যকারীতা নিশ্চিত করা হয়নি,
তবে বাজারে পাওয়া সাধারন মাস্কের চেয়ে এটা অনেক কার্যকরী বলে ধারন করা হচ্ছে।
সিটি কর্পোরেশন, নগরীর স্বাস্থ্য বিভাগ, সচেতন মহলের সমন্বিত চেস্টাই পারে নাগরিক জীবন স্বাভাবিক রাখতে।
নিজে সচেতন হই অন্যকে সাহসের সাথে সচেতন করার পাশাপাশি করোনা ভাইরাস রোধে ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজি কন্ট্রোল অব রিসার্চ হট লাইনে ফোন দিয়ে সহযোগীতা করি….
হট লাইন নাম্বার..
+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785

আরও খবর

Sponsered content